Uncategorized

জলদেবীর দেশে অক্টোপাস

একটি অক্টোপাস ছিল । সে খুবই স্বাধীন । সবসময় নদীতে সাঁতার কেটে বেরায় । আর নতুন নতুন রহস্যময় জায়গায় ঘুরে বেড়াত। একদিন, সে একটি সুন্দর পাহাড়ির জলের নিচে একটি সুন্দর জলদেবী গুপ্ত জগত খুঁজে পেল।

অক্টোপাস তার চারপাশের পথ ধরে মুখে মুখে ঘুরে বেড়াতে থাকলেও কিন্তু সে সঠিক পথ খুঁজে পাচ্ছিল না। সময় যাচ্ছিল, অক্টোপাস চিন্তিত হয়ে পড়ল।

তারই পাশে গুম্বো পাহাড়ের শিখরে বসে ছিল একটি সাপ। সাপটি অক্টোপাসের দিকে তাকিয়ে বলল, “তুমি কেন চিন্তিত?”

অক্টোপাস বলল, “আমি এই সুন্দর জলদেবীদের জগতে যাওয়ার পথ খুঁজছি, কিন্তু সঠিক পথটি পাচ্ছি না।”

সাপটি হাসতে বলল, “এই পাহাড়ির জলের নিচের জগতে যাওয়ার পথ আমার কাছে খুব সহজ। তুমি আমার পিছনে পিছনে এসো।”
সঠিক পথটি জানানোর জন্য অক্টোপাস সাপের পিছনে পিছনে যেতে লাগলো। তার পরে, অক্টোপাস সুন্দর জলদেবীদের জগতে পৌঁছে গেল এবং অবাক হয়ে উঠল তার সৌন্দর্য এবং অবিশ্বাস্য সুখের জগতে।

Author: Dr. Kalachand Mahali

Comments (2)

Leave A Comment

Kalachand

June 10, 2024

বাচ্চাদের জন্য একটু লেখার চেষ্টা করলাম। পড়লে খুশি হবো।

Ananda Gopal Hansda

June 10, 2024

খুব সুন্দর গল্প স্যার।